“জামায়াত জোট ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান”—কুষ্টিয়ার জনসভায় ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট যদি ক্ষমতায় আসে, তবে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান—এমন ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) (JAGPA)-র মুখপাত্র আল রাশেদ প্রধান (Al Rashed Pradhan)।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় অনুষ্ঠিত জামায়াত জোট’র নির্বাচনী জনসভায় এই ঘোষণা দিয়ে তিনি বলেন, “একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল, বহু সরকার দেখেছি। এবার আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই, দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই, ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

“নতুন প্রধানমন্ত্রী কবুল”—রাশেদ প্রধান

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, “নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন—আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনও কবুল করেছেন। তাই ১২ তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম—ডা. শফিকুর রহমান।”

তিনি আরও যোগ করেন, “আমাদের মা’\নবিক নেতাকে ১১ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার বিষয়ে আমরা সর্বসম্মতি দিয়েছি। আমাদের প্রয়োজন ১৫১টি আসন। কুষ্টিয়ার চারটি আসনের চারটিই চাই। এবার ৪-০ গোলে পরাজিত করব ইনশাআল্লাহ।”

রাশেদ প্রধান বলেন, “১১ দলীয় জোট ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করবে। মানুষের পাশে দাঁড়াবে, জনগণের কণ্ঠস্বর হবে।”

এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে ১১ দলীয় জোটের অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডা. শফিকুর রহমানকে সরাসরি প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার এই ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *