হাইকোর্টের আদেশ এবং দলীয় প্রত্যয়নের ভিত্তিতে বিএনপির (BNP) প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা–১০ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এই প্রতীক বরাদ্দ দেন।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী ও বিএনপি থেকে মোবাশ্বের আলমের দলীয় মনোনয়নপত্র জমা পড়ার পর প্রার্থিতা বৈধ হিসেবে গৃহীত হয়েছে। সে অনুযায়ী তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এর মাধ্যমে কুমিল্লা–১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলমের প্রচার-প্রচারণার পথ উন্মুক্ত হলো। আদালতের রায়ের পর নির্বাচনি মাঠে দলীয় প্রতীক পাওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


