পদ ছাড়লেও বরাদ্দের সরকারি বাসা ছাড়েননি দুই ছাত্র উপদেষ্টা

প্রায় দুই মাস আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ামাহফুজ আলম, এবং এক মাস আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ ছাড়েন সাবেক আইজিপি খোদা বখশ চৌধুরী। তবে পদত্যাগের পরও তাঁরা এখনও সরকারি বাসভবন ছেড়ে দেননি। এ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই।

সরকারি আবাসনে বসবাসরত এই সাবেক উপদেষ্টারা এখনও সেখান থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে আসিফ মাহমুদ ‘ছায়াবীথি-৬’ নম্বর ডুপ্লেক্স বাংলোয় থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে মাহফুজ আলম অবস্থান করছেন ‘ছায়াবীথি-৩’ নম্বর ডুপ্লেক্স বাংলোয় এবং খোদা বখশ চৌধুরী আছেন ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট-৩’ এ। একাধিক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো তাদের বাসা ছাড়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করে বলেন, “এটি বড়দের বিষয়, তারাই ভালো জানেন।” সরাসরি যোগাযোগ করা হলেও পদত্যাগকারী ব্যক্তিরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকারি আবাসন পরিদপ্তরের নীতিমালায় মন্ত্রিসভার সদস্য বা উপদেষ্টাদের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই। তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে চাকরি শেষে দুই মাস, আর সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত থাকার সুযোগ রয়েছে। মন্ত্রী বা উপদেষ্টাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

জনপ্রশাসন বিশ্লেষক এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, “১৯৭৮ সালে কাজী জাফর আহমদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বঙ্গভবন ও সরকারি গাড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছিলেন। এটি ছিল রাজনৈতিক শালীনতার নিদর্শন। রাজনীতিবিদদের এসব থেকে শেখা উচিত। যে পদের দায়িত্ব নেই, সেই পদের সুবিধা নেওয়া অনৈতিক।”

প্রসঙ্গত, আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারে যোগ দিয়ে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ২৮ আগস্ট এবং পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন মাহফুজ।

অন্যদিকে খোদা বখশ চৌধুরী ২০২৪ সালের ১০ নভেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। কিন্তু পদত্যাগের পরও সরকারি বাসায় থেকেই কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে বিষয়টি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *