কুষ্টিয়া-৩: বিএনপি প্রার্থীর পক্ষে মাঠে চীনা স্ত্রী, বাংলা ভাষায় ভাষণ দিয়ে চমক

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার-এর নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর নির্বাচনী প্রচারে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি—ঘুরছেন গ্রাম থেকে গ্রাম, বাংলায় দিচ্ছেন সংক্ষিপ্ত বক্তব্য, অনুরোধ করছেন ধানের শীষে ভোট দিতে।

গতকাল মঙ্গলবার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে ওয়াং লিনার বক্তব্যের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেখানে ভাঙা বাংলায় তাঁকে বলতে শোনা যায়, “আপনারা সবাই আমার স্বামীর জন্য ধানের শীষে ভোট দিন।” তাঁর সরল উচ্চারণ আর আন্তরিক ভঙ্গিমা নেটিজেনদের মন ছুঁয়ে যায়।

ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটমাধ্যমে প্রশংসার ঢল নামে। অনেকেই এই আন্তঃসাংস্কৃতিক সংহতিকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। রাজনৈতিক প্রচারে এমন পারিবারিক সম্পৃক্ততা নতুন মাত্রা তৈরি করেছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

প্রসঙ্গত, জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বি’\এন’\পি’র সদস্যসচিব। তিনি ২০১৪ সালে দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন। সে সময় তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ

এবারও ভোটের মাঠে তিনি সক্রিয়, তবে এবারের প্রচারে বিশেষ নজর কেড়েছেন তাঁর জীবনসঙ্গিনী ওয়াং লিনা—যিনি বিদেশিনী হয়েও বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে ভোটের মাঠে হয়েছেন পরিচিত মুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *