এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা। তিনি প্রতিশ্রুতি দেন, তাদের জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ’র পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই উপলব্ধি থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, কুমিল্লার ওপর তার বিশেষ কষ্ট ছিলো, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজে সরকারের দায়িত্বে থাকার সময় অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। বলেন, আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব।
বিএনপি তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ১৭ বছর লন্ডন ছিলেন। আগে অলিগলিতে ঘুরে দেখুন, বাংলাদেশের কোথায় কী আছে জানুন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী প্রেরণের নির্দেশডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী প্রেরণের নির্দেশ
আসিফ মাহমুদ দাবি করেন, নির্বাচনে জেতার জন্য একটি পক্ষ মিডিয়া দখল করে রেখেছে। বলেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।


