ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন এবং গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন ও বেশিরভাগ গণমাধ্যম একটি দলের প্রতি সরাসরি পক্ষপাত দেখাচ্ছে। এটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার বড় বাধা।”
তিনি আরও বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। দেশ যে ভারতীয় আধিপত্যবাদের বেড়াজালে আটকে রয়েছে, সেখান থেকে জাতিকে মুক্ত করতে হবে।”
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মঙ্গলবার (২৭ জানুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হা’\মলার ঘটনা প্রমাণ করে রাজনৈতিক সহঅবস্থান আর নেই। এমন চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে উঠবে।”
তিনি অভিযোগ করেন, “সারা দেশে বিরোধী প্রার্থীদের শা’\রী’\রি’\ক হে’\ন’\স্তা করা হচ্ছে, বিশেষ করে নারী প্রার্থীদের ওপর হা’\মলা চালানো হচ্ছে। অথচ প্রশাসন নিশ্চুপ। এভাবে চলতে থাকলে দেশের জনগণ প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে।”
নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তোলেন।


