ভোলায় জামায়াত কর্মীদের হামলায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মেয়েসহ ৩ নারী আহত

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর কর্মীদের ওপর একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতের এই হামলায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মেয়েসহ ৩ নারী কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মীকে নিয়ে সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তার বাবার হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় জামায়াত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাঁধা দিয়ে তাদেরকে এলাকা ছেড়ে যেতে বলে। এনিয়ে তাদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জামায়াত ইসলামীর কর্মীরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হলে স্বজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে চিকিৎসা চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেন।

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন জানান, জামায়াত ইসলামীর কর্মীরা তাদের নারী কর্মীসহ অন্যান্য কর্মীদের ওপর হামলা চালিয়ে বিভিন্নভাবে তার নির্বাচনী প্রচারণা বানচাল করতে চায়। তারা নির্বাচনী পরিবেশ বিঘ্ন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলেও দাবি ইসলামী আন্দোলনের প্রার্থীর।

ঘটনার পরপরই জামায়াত কর্মী আলাউদ্দিন ও সোহেল তাদের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামির আমির মীর মো. শরিফ জানান, যদি তাদের কর্মীরা এই ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, উভয় পক্ষ মৌখিকভাবে ঘটনাটি অবগত করেছেন। তারা উভয় দল বসে নিজেরাই বিষয়টির সুরাহা করবেন বলেও তাকে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *