ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতোই রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র ঢাকা-৬ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো নিয়ে গঠিত এই আসনে ভোটাররা এবার দেখছেন এক ভিন্ন মাত্রার নির্বাচনী বাস্তবতা। দীর্ঘদিন পর নতুন করে নির্বাচনী জোয়ার বইছে এলাকাজুড়ে।
আসনটিতে প্রার্থিতা করছেন একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা স্পষ্টভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে দুইজনের মধ্যে—বিএনপির (BNP) ইশরাক হোসেন এবং জা’\মা’\আ’\ত (Jamaat-e-Islami) প্রার্থী ড. মো. আবদুল মান্নান।
ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পুত্র। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ইতিবাচক ভাবমূর্তির জন্য পরিচিত এই নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালে নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণাও করা হয়। যদিও তিনি সে পদে দায়িত্ব নেননি, তবে দলীয় রাজনীতি ও মাঠ পর্যায়ে সক্রিয়তার কারণে এলাকাবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, ইশরাকের দীর্ঘদিনের আন্দোলনমুখী রাজনীতি এবং তৃণমূল পর্যায়ে নিবিড় যোগাযোগ এই আসনে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেছে। এলাকাবাসীর সাথে পারিবারিকভাবে তার ভালো সম্পর্ক এবং তরুণ নেতৃত্বের প্রভাবে তিনি বর্তমানে শক্ত অবস্থানে রয়েছেন।
অন্যদিকে, জা’\মা’\আ’\ত মনোনীত প্রার্থী ড. মো. আবদুল মান্নান একজন শিক্ষক এবং রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে সক্রিয়। দলটির হয়ে তিনি সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছেন। সভা, মিছিল এবং ব্যক্তি পর্যায়ের প্রচারে তিনি বেশ মনোযোগী। জা’\মা’\আ’\ত শিবির আশাবাদী ‘নীরব বিপ্লব’-এর, তবে এলাকার বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয়রা জানান, ড. মান্নান দিনরাত গণসংযোগ করলেও ইশরাকের অবস্থান অনেকটাই সুসংহত। পরিবারিক গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের এলাকাভিত্তিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক প্রোফাইল—সব মিলিয়ে তিনি অন্য প্রার্থীদের তুলনায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন।
১২ জানুয়ারির নির্বাচনে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনকে খুব একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে না বলেই মনে করছেন এলাকাবাসী ও বিশ্লেষকরা। প্রচারণা জোরদার হলেও মাঠের বাস্তবতা বলছে, মূল লড়াইয়ে ধানের শীষই একচেটিয়া আধিপত্য গড়তে চলেছে এই আসনে।


