ভোলা-১ আসনের বিএনপি জোট–সমর্থিত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (BJP) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনে জয়ী হলে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, “১৭ বছরের গুম, খু’\ন, কান্না, জেলখানা, রিমান্ড, ত্যাগ ও অ’\ত্যাচার আমরা সহ্য করেছি। এবার জনগণ পরিবর্তন চায়।”
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চৌমোহনী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে পার্থ বলেন, “হিন্দুরা এই বাংলার সন্তান, এই মাটির সন্তান। তাদের ওপর কেউ আর অ’\ত্যাচার করতে পারবে না। একজন মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকতে পারে—এই বার্তাই আমি দিতে চাই।”
তিনি আরও বলেন, “ভোলার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—কোনো ধর্ম বা দলের মানুষ যেন নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করব। টেন্ডারবাজি, জমি দখল, চর দখল বা সা’\লি’\শের নামে টাকা খাওয়ার মতো অন্যায় কখনো বরদাস্ত করব না।”
ভোলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যেসব উন্নয়ন প্রকল্প দরকার, তা নিয়ে প্রথম দিনই সংসদে গর্জে উঠব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মতাছিন বিল্লাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
ভোলা-১ আসনে এবার জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নজর থাকলেও পার্থ তার মাঠপর্যায়ের সরব প্রচারণা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে জনমনে ভিন্ন মাত্রার সাড়া ফেলেছেন বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।


