আগামী ২ ফেব্রুয়ারি বিএনপি (BNP) চেয়ারম্যান তারেক রহমান যশোর সফরে আসছেন। ওইদিন দুপুর ১২টায় উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। শুক্রবার রাতে অনুষ্ঠিত দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় অংশ নেন জেলা ও ইউনিট পর্যায়ের শীর্ষ নেতারা। সভায় সিদ্ধান্ত হয়, নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন এবং ২ ফেব্রুয়ারির জনসভায় অন্তত দেড় থেকে দুই লাখ নেতাকর্মী ও সমর্থককে উপস্থিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে জনসভাকে ঘিরে যশোর জেলায় গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ৫ শতাধিক পুলিশ সদস্য জনসভার নিরাপত্তায় মোতায়েন থাকবে। র্যাবের পক্ষ থেকেও ৬টি বিশেষ টিম মাঠে থাকবে, প্রতিটি টিমে থাকবে ১০ জন সদস্য।
এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোও সার্বিক নিরাপত্তায় অংশ নেবে। ইতোমধ্যে জনসভাস্থল পরিদর্শন করে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যশোরে তারেক রহমানের এই সফর নিয়ে শুধু বিএনপি নেতাকর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, তিনি যশোরবাসীর জন্য কী বার্তা বা প্রতিশ্রুতি নিয়ে আসছেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি জা’\মা’\আ’\ত-এ-ইস’\লা’\মী (Jamaat-e-Islami)-র আমির ডা. শফিকুর রহমান যশোরে জনসভা করে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই বিএনপি প্রধানের আগমনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা, প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য।


