তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামলেন কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রচার কার্যক্রমে এক আবেগঘন দৃশ্য দেখা গেল রাজধানীতে। তারেক রহমান–এর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নিয়েছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের জন্য শাহাজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি। পরে তিনি গুলশান এলাকায় অবস্থিত ডিএনসিসি মার্কেটের দোকানগুলোতেও প্রচারণা চালান।

গণসংযোগে অংশ নিয়ে শামিলা রহমান সিঁথি বলেন, “আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দিবেন।”

এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান, পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শামিলা রহমানের মাঠে নামা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে বলে জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ। তার আবেগমাখা বক্তব্য ও সরাসরি উপস্থিতি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে, অনেকেই তাকে ঘিরে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় না থাকলেও, কোকোর স্ত্রী হিসেবে শামিলা রহমানের এই প্রচারণা বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *