পরপর তিন দিন তিন দলীয় প্রধানের আগমনে উৎসবের আমেজ বরিশালে

দীর্ঘ দুই দশক পর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক মঞ্চে আবারও সরব হচ্ছেন তারেক রহমান (Tarique Rahman)। আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচনী সফরে তিনি আসছেন বরিশালে। তার এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বইছে উত্তেজনার বাতাস। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিএনপি (BNP) নেতাকর্মীদের মাঝে।

এবার শুধু তারেক রহমানই নন, ৫ ও ৬ ফেব্রুয়ারি বরিশালে পৃথক সফরে আসছেন আরও দুই ইসলামপন্থী রাজনৈতিক দলের শীর্ষ নেতা। ৫ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)-এর আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, এবং ৬ ফেব্রুয়ারি সফর করবেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান।

বরিশালে তিন দিন ধরে তিন দলের শীর্ষ নেতার আগমন রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিটি দলের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন নিজেদের সমাবেশ সফল করতে।

দলীয় সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন বলেন, “বিমানে নেতা আসবেন। আমরা তাকে বরণে সম্পূর্ণ প্রস্তুত।”
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার জানান, “সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, এই জনসভা বেলস পার্ক ছাড়িয়ে যাবে। বরিশাল বিএনপির ঘাঁটি, তাই ২০ বছর পর নেতাকে দেখতে লাখো মানুষের ঢল নামবে।”

এদিকে ৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বরিশালের আরসি কলেজ মাঠে সকাল ৯টার পর তিনি ভাষণ দেবেন। জামায়াতের বরিশাল জেলার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান বলেন, “আমির হেলিকপ্টারে মেহেন্দীগঞ্জে আসবেন। আমরা লক্ষ্য করছি, এই জনসভায় দুই লাখের বেশি মানুষের অংশগ্রহণ ঘটবে।”

তার আগের দিন, ৫ ফেব্রুয়ারি বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে জনসভা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দলটির বরিশাল মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস জানান, “এই সমাবেশের প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি চরমোনাই পীরের নিজ এলাকা। তাই জয়লাভে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো হচ্ছে। এ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।”

দক্ষিণাঞ্চলে তিন দিনের ব্যবধানে তিন দলের তিন প্রধানের আগমন নতুন করে উষ্ণতা এনে দিচ্ছে রাজনৈতিক মাঠে। নির্বাচনের প্রাক্কালে এই জমজমাট অবস্থান যেন পরিণত হচ্ছে মহারণক্ষেত্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *