শাপলা কলি প্রতীক তুলে দিয়ে দুই নারী প্রার্থীকে নির্বাচনী মাঠে পাঠালেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র দুই নারী প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় এই প্রতীক হস্তান্তর করা হয়।

প্রতীক প্রাপ্ত দুই নারী প্রার্থী হলেন—ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে জামায়াত আমির বলেন, “ঢাকা-১৯ আসনে আমাদের বোন দিলশানা পারুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বিলাসবহুল জীবন ছেড়ে এসেছেন এদেশের নর-নারীর রক্ত আর মা-বোনের চোখের পানির টানে। তিনি ৯ কোটি মায়ের পক্ষে কথা বলবেন, ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় গর্জে উঠবেন ইনশাআল্লাহ।”

ঢাকা-২০ আসনের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কুয়েট থেকে স্নাতক পাস করেছেন। নতুন প্রজন্মকে আমরা প্রযুক্তিতে এগিয়ে নিতে চাই, আর তিনি হবেন সেই প্রযুক্তির নিয়ামক।”

জনসভায় আরো বলেন জামায়াত আমির, “জুলাই না হলে ২০২৬ সালের নির্বাচন হতো না। যারা জুলাইয়ের আত্মত্যাগকে অস্বীকার করে, তারা আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকেই অস্বীকার করে।”

এদিনের জনসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন। এই ভোটেই ঠিক হবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, নাকি আবারও আধিপত্যবাদী শক্তির কবলে পড়বে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী নেতৃত্বকে সামনে এনে এনসিপি ও জামায়াত জোট এবার নতুন কৌশলে ভোটের মাঠে নামছে। বিশেষ করে প্রবাসফেরত এবং উচ্চশিক্ষিত প্রার্থী দিয়ে তরুণ ও শিক্ষিত ভোটারদের মন জয় করাই তাদের লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *