আশুলিয়ায় পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিব খান (৩১), আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলকাছ মোল্লা (৩৬), ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম (৪২), ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল তালুকদার (৩৫) ও আওয়ামী লীগের কর্মী মজিদুল ইসলাম (২৮) কে আটক করা হয়।
আশুলিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি চক্র পাঁয়তারা করছিল। তারা বিভিন্নভাবে শ্রমিকদের উসকানি দিচ্ছিল। এতে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানা ভাঙচুর করে ও রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটায়। গোপন তথ্যের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের দমন এবং আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকেরা র্যাবের গাড়ি ভাঙচুর করে আগুন ধরানোর চেষ্টা করে এবং সেনাবাহিনীর গাড়িতে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পরদিন ৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করে। সেই মামলায় এই পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।