বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল বিমানবন্দর থেকে আটক

বিদেশগমনকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা। এই তথ্য অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ৯ মে পর্যন্ত তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের স্থলাভিষিক্ত হয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৫ সালের জুলাই মাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত হন মইনুল ইসলাম। পরবর্তীতে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক হওয়ার আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের সহোদর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *