অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির কথার সুর আওয়ামী লীগের সাথে সাদৃশ্যপূর্ণ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এক-এগারো এবং মাইনাস টুর প্রসঙ্গ বিএনপিই প্রথম রাজনীতির ময়দানে উত্থাপন করে। বিএনপি মনে করে, এই সরকার কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য এসেছে। তবে এটি একটি ভ্রান্ত ধারণা। পটপরিবর্তন গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে, যা কোনো নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া নয়।’
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার মূল লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন আয়োজন করা। এই সরকার সংস্কার এবং ন্যায়ের বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। ছাত্ররা এই সরকারের অংশ হয়ে ওয়াচডগের ভূমিকা পালন করছে, যাতে করে গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়িত হয়। আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত বলেছেন, এই সরকার অবৈধ ও অনির্বাচিত এবং তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই ধরনের সুরে বিএনপিও কথা বলছে, যা সন্দেহের উদ্রেক করে। তবে আমি মনে করি না, এটি তাদের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। কিন্তু বিএনপির কথার টোন আওয়ামী লীগের সুরের সাথে মিলে যাচ্ছে। নিরপেক্ষ সরকার মানে এই নয় যে তা আওয়ামী লীগকে সুবিধা দেবে।’
এর আগে গত বুধবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচন পরিচালনার জন্য।’ একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে, তাহলে তাদের সরকারের অংশ থেকে বেরিয়ে আসা উচিত। নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।