চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি মো. আলাউদ্দিন (৩৬), যিনি পেশায় রিকশাচালক ও দিনমজুর ছিলেন। হত্যার অভিযোগে তার চতুর্থ স্ত্রী নুরজাহানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্যানুসারে, স্বামীর গোপন পঞ্চম বিয়ের খবর জানার পর তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে নুরজাহান মাঝরাতে ধারালো দাঁ হাতে স্বামীর ওপর হামলা চালান।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আলাউদ্দিনের আগের তিন স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তবে নুরজাহান সম্প্রতি জানতে পারেন যে, তাকে না জানিয়ে স্বামী আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ চলতে থাকে। শনিবার রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্বামীকে ধারালো দাঁ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন নুরজাহান।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর স্বামীর মরদেহের পাশে বসে ছিলেন নুরজাহান। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা দাঁ উদ্ধার করে।