প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এর ফ্লাইট কার্যক্রম। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই (Fly Dubai)-এর একটি ফ্লাইট অবতরণ করার মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ (S M Ragib Samad) রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে রাত ৯টায় ফ্লাইট চলাচল শুরু হবে।
তবে এর আগে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচল বন্ধ রাখতে হয়। ঘটনাটির কারণ অনুসন্ধানে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (Biman Bangladesh Airlines)।
শনিবার রাতে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে বিমানের চিফ (ফ্লাইট সেফটি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (করপোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপব্যবস্থাপক (ইনস্যুরেন্স) অন্তর্ভুক্ত রয়েছেন।
তারা অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন, দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।