স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত থাকায় ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম (Gano Forum)। এর আগে মোট ২৫টি রাজনৈতিক দল ইতোমধ্যে এই সনদে স্বাক্ষর করেছে বলে জানা গেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে গণফোরামের সভাপতি পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (Advocate Subrata Chowdhury) গণমাধ্যমকে বলেন, “ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে বই আকারে দেওয়া হয়েছে। সেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত রয়েছে। এই কারণেই আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, দলটি মনে করে, স্বাধীনতার ঘোষণাপত্র জাতির মূল ঐতিহ্য ও সার্বভৌমত্বের প্রতীক—এটি অন্তর্ভুক্ত হওয়ায় সনদটি এখন জাতির মুক্তিযুদ্ধের চেতনা ও ঐক্যের প্রতিফলন হিসেবে দাঁড়িয়েছে।
উল্লেখ্য গতকাল জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে দলটি উপস্থিত থাকলেও সনদের সাক্ষর থেকে বিরত থাকে।