রমজান উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাণী 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman ) পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বাণী প্রদান করেছেন।

মাহে রমজানের গুরুত্ব

শনিবার (১ মার্চ) প্রদত্ত এই বাণীতে তারেক রহমান (Tarique Rahman ) বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, যা আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের আত্মনিবেদিত রাখে।

দেশ ও বিশ্বব্যাপী মুসলমানরা এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি অর্জনে মগ্ন থাকে। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাস অত্যন্ত সম্মানিত। সারাদিন সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে মুমিন মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন। রমজানের মূল প্রতিপাদ্য হলো আল কোরআন, যা মানবজাতির জন্য পথনির্দেশিকা। এই মাসে প্রতিটি সৎকর্মের পুরস্কার বহুগুণ বৃদ্ধি করা হয়।

কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজান

মহান আল্লাহ বলেন, “রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।”

হাদিস অনুযায়ী, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং রহমতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয়।

সামাজিক শান্তি ও সংযমের আহ্বান

অনাচার, হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের নৈতিক দায়িত্ব। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে শান্তি, সুখ ও কল্যাণের বার্তা বয়ে আনুক—এই কামনা করি।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের সকলকে এই পবিত্র মাস যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *