‘আজ হাজারটা সন্তানের মা কাঁদবে, এই কান্না থামানো সম্ভব নয়’

রমজানের প্রথম দিনে মীর মুগ্ধ (Mir Mugdha )-কে স্মরণ করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তার ভাই মীর স্নিগ্ধ (Mir Snigdho )। শনিবার (১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ পোস্ট দেন।

পরিবারের অপূর্ণতা ও স্মৃতিচারণ

পোস্টে তিনি লেখেন,

“সবাই পোস্ট দিচ্ছে— ‘ইফতারের মূল উপাদান হলো পরিবার!’ কিন্তু আমার পরিবার তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা (Khulna ) থেকে আসার অপেক্ষায়, প্রতিটি ইফতারের সময় বলতেন— ‘কী দিয়ে জানি ইফতার করছে খুলনায়!’ আর যখন সে বাড়ি আসত, আম্মুর মুখে সারাক্ষণ হাসি লেগে থাকত, আর বিশেষ খাবার রান্না করতেন।”

পুরোনো স্মৃতি স্মরণ করে তিনি আরও লেখেন,

“মুগ্ধের সামনেই আমরা কতবার মজা করে বলতাম— ‘তোমার প্রিয় ছেলে আসছে, এখন তো ভালো ভালো রান্না হবেই!’”

শহীদের জন্য শোক ও প্রার্থনা

মীর স্নিগ্ধ (Mir Snigdho ) আরও লেখেন,

“আমি জানি, আজকের ইফতারের সময় আম্মু কাঁদবে। অবশ্যই কাঁদবে এবং বলবে— ‘আমার মুগ্ধ আর কখনো বাড়ি ফিরবে না।’ হাজারো সন্তানের মা আজকে কাঁদবে, এবং এই কান্না থামানো কারও পক্ষে সম্ভব নয়। ওপারে ভালো থাকুক সব শহীদরা।”

রমজানের শুভেচ্ছা

শেষে, বাংলাদেশের সকল মানুষকে রমজান মোবারক জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *