উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) (Lieutenant General Md. Jahangir Alam Chowdhury (Retd.)) ঘোষণা করেছেন যে উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। তিনি বলেন, “এটি একটি অপরাধ, যা সকল নাগরিককে মেনে চলতে হবে। বিশেষ করে, রমজান মাসে রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।”

তিনি রবিবার (২ মার্চ) বিকেলে ঢাকা (Dhaka) শহরের মিরপুর (Mirpur) ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

মোহাম্মদপুরের ঘটনায় প্রতিক্রিয়া

সম্প্রতি মোহাম্মদপুর (Mohammadpur) এলাকায় দুই নারীর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “আমার জানা মতে, ওই দুই নারী প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার পথে তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সকলকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ নির্বিশেষে নিষিদ্ধ।”

রমজানে সংযম ও শৃঙ্খলার আহ্বান

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রমজান মাসে সকল নাগরিককে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা (Religious Advisor) ইতোমধ্যেই অনুরোধ করেছেন, যেন কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ না করেন। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *