দুর্নীতি দমন কমিশন (দুদক (ACC )) গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই (DGFI ))-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম (Saiful Alam )-এর বাসা থেকে দুই কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে। আজ রোববার (২ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত অর্থ দুপুর ১২টার দিকে আদালতে জমা দেওয়া হয়েছে।
অনুসন্ধান ও অভিযান
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমাদের অনুসন্ধানে সাবেক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম (Saiful Alam )-এর ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে দুই কোটি ৪৫ লাখ টাকার বেশি নগদ অর্থ পাওয়া যায়।’
গত ২৭ ফেব্রুয়ারি পরিচালিত এই অভিযানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অনুসন্ধানী দল ও যৌথবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান দুদকের মহাপরিচালক। তবে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পরও ডিজিএফআই (DGFI )-এর সাবেক প্রধানকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
অবসরে পাঠানো ও পরবর্তী কার্যক্রম
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা (Sheikh Hasina ) সরকারের পতনের পর ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুল আলম (Saiful Alam )-কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দেশব্যাপী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন।
অতীত দায়িত্ব ও আর্থিক নিষেধাজ্ঞা
লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম (Saiful Alam ) সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআই (DGFI )-এর মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank )-এর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ (BFIU )) তার ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক হিসাব এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।