বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে এসি বিস্ফোরন নাকি পরিকল্পিত নাশকতা? ফুটেজে সন্দেহভাজন সনাক্ত

রাজধানীর নিউ ইস্কাটন (New Eskaton) এলাকায় অবস্থিত বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি (BCS Administration Welfare Association) ভবনের সাম্প্রতিক ‘বিস্ফোরণ’কে পরিকল্পিত নাশকতা হিসেবে অভিহিত করেছে সমিতি। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ঘটনার বিবরণ

১লা মার্চ, সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার (ABM Abdus Sattar) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিটিভি ফুটেজের বরাতে জানানো হয় যে, ২৭শে ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, পায়ে স্যান্ডেল, মোজা ও হ্যান্ড গ্লাভস পরিহিত ২৫-৩০ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তি বিয়াম ফাউন্ডেশন (BIAM Foundation) ভবনের পশ্চিম দিক থেকে প্রবেশ করে পঞ্চম তলায় গিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর, ৫০৪ নম্বর কক্ষে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনের লেলিহান শিখা দেখা যায়।

তদন্ত ও প্রাথমিক পর্যবেক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্ফোরণের ফলে সমিতির গুরুত্বপূর্ণ দলিলপত্র, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র, বসুন্ধরা গ্রুপের সঙ্গে সম্পাদিত জমি ক্রয় সংক্রান্ত চারটি চুক্তিপত্র, রেজিস্টার, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপিয়ার মেশিন, স্ক্যানার, আসবাবপত্রসহ অফিসের বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (Dhaka Medical College) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অগ্নিদগ্ধ ড্রাইভার ফারুক। অন্যদিকে, নিহত অফিস সহায়ক মো. আব্দুল মালেকের মৃতদেহ বিয়াম ফাউন্ডেশন ভবনের রান্নাঘরের পাশে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার জানাজা ২৮শে ফেব্রুয়ারি বিকেলে বিয়াম ফাউন্ডেশন মাঠে সম্পন্ন করা হয় এবং পরে তার লাশ গ্রামের বাড়ি বাউফল উপজেলার কালিশুরিতে পাঠানো হয়।

আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা

হাতিরঝিল থানা (Hatirjheel Police Station), ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সংগৃহীত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সমিতির সভাপতি এবিএম আব্দুস সাত্তার জানান, বিষয়টি নিয়ে তিনি ডিবি প্রধান রেজাউর করিম মল্লিক (DB Chief Rezaur Karim Mallik) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিস্ফোরণের প্রতিক্রিয়া

বিএনপি (BNP) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) স্বাক্ষরিত এক বিবৃতিতে বিস্ফোরণকে বোমা হামলা উল্লেখ করে শোক প্রকাশ করা হয়। পরবর্তীতে ‘বোমা’ শব্দ ব্যবহারের জন্য দলটি বিবৃতিটি প্রত্যাহার করে এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে।

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির সংক্ষিপ্ত পরিচিতি

২০০৭ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্তমান ও সাবেক সদস্যদের আবাসন সমস্যা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (BCS Administration Welfare Multipurpose Cooperative Society Ltd.) প্রতিষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *