আদালতে কাঁদলেন কামাল মজুমদার, বললেন আওয়ামীলীগ আর করবো না

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার (Kamal Ahmed Mojumder) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে ন্যায়বিচার প্রার্থনা করেছেন। তিনি জানান, তিনি আর আওয়ামী লীগ (Awami League) এর রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না।

আদালতে আত্মপক্ষ সমর্থন

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে কাফরুল থানা (Kafrul Thana) এলাকার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (Chief Metropolitan Magistrate Court, Dhaka) তোলা হয়।

কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন,
“আমার বয়স ৭৬ বছর, আমি ডায়াবেটিস রোগী। চোখের ৭০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ নিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি কোনো পদে নেই, এমনকি সাধারণ সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।”

তিনি আরও অভিযোগ করেন, “একটির পর একটি মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন আমার নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, কিন্তু আমি জেলে নির্যাতনের শিকার হচ্ছি। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কুরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি এসব পাওয়ার দাবি জানাচ্ছি।”

রাজনীতি থেকে অব্যাহতি ঘোষণার পর গ্রেফতার দেখানো হয়

এরপর আদালতে তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনা (Sheikh Hasina)-র সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান (Salman F Rahman) এবং সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গ্রেফতার দেখানো অন্য ব্যক্তিরা হলেন:

  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (Anisul Huq)
  • সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম (Advocate Qamrul Islam)
  • পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (Chowdhury Abdullah Al Mamun)
  • পুলিশের সাবেক আইজিপি এ.কে.এম শহিদুল হক (A.K.M Shahidul Hoque)

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

সাংবাদিকদের উদ্দেশে কামাল মজুমদারের বক্তব্য

কাঠগড়া থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কামাল আহমেদ মজুমদার বলেন,
“আমি রাজনীতি থেকে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি নিচ্ছি। আমার কোনো দলীয় পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা সম্ভব নয়, আমরা চাই নতুন নেতৃত্ব আসুক।”

এরপর তাকেসহ অন্যান্য আসামিদের সিএমএম আদালতের (CMM Court) হাজতখানায় নেওয়া হয়।

গ্রেফতার ও মামলার প্রেক্ষাপট

গত ১৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান (Gulshan) এলাকার একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *