রাজধানীর পল্লবী (Pallabi) এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপের’ সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বি (২১) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) (Rapid Action Battalion (RAB-4))। মঙ্গলবার (৪ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব
বুধবার (৫ মার্চ) র্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কার্যক্রম
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাব্বি স্বীকার করেছে যে, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে ‘ভইরা দে গ্রুপ’-এর প্রায় ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে।
এই গ্রুপের সদস্যরা পল্লবী থানা (Pallabi Thana) এলাকার কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে লিপ্ত।
সাম্প্রতিক সময়ে গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধি
স্থানীয় বাসিন্দারা এই কিশোর গ্যাং সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদকাসক্ত ও বেপরোয়া আচরণের কারণে এলাকাবাসী অসহায় পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ‘ভইরা দে গ্রুপ’-এর অপরাধমূলক কার্যক্রম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে র্যাব।