“আমাকে ফাঁসানোর জন্য একটি হত্যা মামলাই যথেষ্ট” — আদালতে ফারজানা রুপা

রাজধানীর যাত্রাবাড়ী থানা (Jatrabari Thana )-তে দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশন (Ekattor Television )-এর সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ (Shakil Ahmed ) এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা (Farzana Rupa )-কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতে হাজিরকরণ ও শুনানি

বুধবার (৫ মার্চ) সকালে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা (Farzana Rupa ) আদালতের অনুমতি নিয়ে নিজেই কথা বলতে চান। তিনি বলেন, “আমার পক্ষে কথা বলার জন্য কোনো আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো?”

জবাবে বিচারক জানান, “এখানে শুধু গ্রেপ্তার দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।”

এসময় ফারজানা রুপা বলেন, “মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটি হত্যা মামলাই যথেষ্ট!”

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় শাকিল আহমেদ (Shakil Ahmed ) ও ফারজানা রুপা দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনা করেন।

অন্য আসামিদের গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার (Jatrabari Thana ) পৃথক দুটি হত্যা মামলার একটিতে শাকিল আহমেদ (Shakil Ahmed ), ফারজানা রুপা (Farzana Rupa ), ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম (Atiqul Islam ) এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান (Shajahan Khan )-কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্য মামলায় তাদের দুজনের পাশাপাশি সাবেক মন্ত্রী আনিসুল হক (Anisul Haq )-কেও গ্রেপ্তার দেখানো হয়। আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *