জাতীয় নাগরিক পার্টি (এনসিপি (NCP )) থেকে আরও দুই শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব (Hanif Khan Sojib ) এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের (Abduz Jaher )।
আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠানো
বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam ) বরাবর তারা পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে হানিফ খান সজিব (Hanif Khan Sojib ) উল্লেখ করেন, “আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।”
অন্যদিকে, আব্দুজ জাহের (Abduz Jaher ) তার পদত্যাগপত্রে লেখেন, “আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।”
এর আগেও এক নেতার পদত্যাগ
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ (Abu Hanif ) পদত্যাগ করেন। তিনি এনসিপি ছাড়ার পর পুনরায় গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad )-এ যোগ দিয়েছেন।