রাজধানীর বনশ্রী (Banasree) এলাকায় ব্যবসায়ীকে গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (Dhaka Metropolitan Detective Police)।
ডিএমপি কমিশনারের বক্তব্য
শনিবার (৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি (DMP) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (Sheikh Md. Sajjat Ali)। তিনি জানান, ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, “ডাকাতি সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে (DMP Media Center) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।”
ঘটনার পটভূমি
গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (Anwar Hossain)কে গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুট করে ডাকাতরা। মোটরসাইকেলে করে সাতজনের একটি দল এসে গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়।
গুরুতর আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ ভর্তি করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি তার স্ত্রী রামপুরা থানায় (Rampura Police Station) মামলা দায়ের করেন।
ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান
ঘটনার পর থেকেই থানা পুলিশ (Police Station)সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। অবশেষে ১২ দিনের মধ্যে অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
তবে, প্রাথমিক পর্যায়ে গ্রেফতার ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং পুরো চক্র শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।