ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় লুটপাটের ঘটনায় কথিত ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ও তাঁর ছেলে শাকিল খন্দকার-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বাদী হয়ে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গুলশান থানা-কে নির্দেশ দিয়েছেন।
তারেক রহমানের নির্দেশনা
বিএনপি-র আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল গণমাধ্যমকে জানান, গুলশানের লুটপাটের ঘটনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নজরে এলে তিনি ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন আইনজীবী মামলাটি দায়ের করেন।
কায়সার কামাল আরও বলেন, ‘‘ভবিষ্যতে যারা বিএনপির নাম ভাঙিয়ে ভুয়া সংগঠন তৈরি করবে বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’’
মামলার অভিযোগ ও তদন্ত
মামলার অভিযোগে বলা হয়েছে, জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার জালিয়াতির মাধ্যমে ‘জাতীয়তাবাদী চালক দল’ নামে ভুয়া সংগঠন তৈরি করেন এবং ‘‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে’’—এই গুজব ছড়িয়ে ৪ মার্চ রাতে ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় লুটপাট করেন। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিএনপির নীতিনির্ধারকদের নজরে এলে দলটি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনার পর গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়েল খন্দকার, তাঁর ছেলে শাকিল খন্দকারসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে সংগঠনের সভাপতি জসিম উদ্দিন ঘোষণা দেন, জুয়েল খন্দকারকে ‘জাতীয়তাবাদী চালক দলের’ সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।