বিশিষ্ট গবেষক আনিসুজ্জামান চৌধুরী (Anisuzzaman Chowdhury )-কে আজ সোমবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি প্রধান উপদেষ্টাকে সহায়তা করলেও তাঁর কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে।
নিয়োগের শর্তাবলি ও দায়িত্ব
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ (Salehuddin Ahmed ) প্রথম আলোকে জানান, “আনিসুজ্জামান চৌধুরী একজন যোগ্য ব্যক্তি। পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি দেখভাল করবেন। আগামীকাল (মঙ্গলবার) তাঁর কার্যপরিধি নির্ধারণ করা হতে পারে।”
শিক্ষাজীবন ও পেশাগত অভিজ্ঞতা
আনিসুজ্জামান চৌধুরী (Anisuzzaman Chowdhury ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এই বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)-এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি-তে ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া, তিনি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমি এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-এর স্কুল অব বিজনেসে অতিথি শিক্ষক হিসেবে কাজ করেছেন।
২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি নিউইয়র্ক ও ব্যাংকক-এ কাজ করেন। এছাড়া, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড (অস্ট্রেলিয়া) এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা (কানাডা)-তে অধ্যাপনা করেছেন।
গবেষণা ও প্রকাশনা
আনিসুজ্জামান চৌধুরী (Anisuzzaman Chowdhury ) পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি এবং ম্যাক্রো-ডেভেলপমেন্ট বিষয়ে গবেষণা করেছেন। তিনি ‘জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমি’-র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন এবং বর্তমানে সম্পাদকীয় পরিষদের সহসম্পাদক হিসেবে যুক্ত আছেন। এছাড়া, ইকোনমিক অ্যান্ড লেবার রিলেশনস রিভিউ-র সম্পাদকীয় পরিষদেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি প্রায় ৩০টি বই রচনা করেছেন এবং আন্তর্জাতিক মানের গবেষণা জার্নালে ১০০-এর বেশি প্রবন্ধ প্রকাশ করেছেন।
আনিসুজ্জামান চৌধুরীর প্রতিক্রিয়া
নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, “দেশের জন্য অনেক কাজ করার আছে। আগামীকাল অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করব এবং তাঁর পরামর্শ অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করব।”