স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবচেয়ে দূরদর্শী শাসক ছিলেন জিয়াউর রহমান : ছাত্রদলের অনুষ্ঠানে শিবির সভাপতি

শহীদ জিয়াউর রহমান (Ziaur Rahman) স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির (Islami Chhatra Shibir) এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে। পাশাপাশি, স্বাধীনতার পর ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রও তিনি ব্যর্থ করে দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajshahi University) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদল (Chhatra Dal) এর আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সুলতান আহমেদ রাহী বলেন, “শহীদ জিয়াউর রহমান একজন মুসলিম শাসক ছিলেন। তিনি কোরআনের আলোকে দেশ পরিচালনা করেছেন এবং সরকারি কর্মকাণ্ডের শুরুতে ‘বিসমিল্লাহ’ পড়ার নিয়ম চালু করেন। তার আদর্শ অনুসরণ করেই আমরা এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি।”

প্রসঙ্গত, একই দিনে রাবি শাখা ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম নিজ সংগঠনের সভা শেষে ছাত্রদলের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *