ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে (Denver International Airport) অবতরণের পর আমেরিকান এয়ারলাইনস (American Airlines) ফ্লাইট ১০০৬-এ আগুন লাগে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালের এই ঘটনায় বিমানের যাত্রীদের আতঙ্কগ্রস্ত হয়ে ডানা দিয়ে নামতে দেখা যায়। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দ্রুত যাত্রীদের উদ্ধার
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ (NBC News) জানিয়েছে, আগুন লাগার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত যাত্রীদের সরিয়ে নেয়। ঘটনাস্থলে কালো ধোঁয়া ছেয়ে যায়, যা পরে দমকল বাহিনী এসে নিয়ন্ত্রণে আনে।
ভাইরাল ভিডিওতে আতঙ্কের চিত্র
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা ও কালো ধোঁয়ার আচ্ছাদনে ঢেকে গেছে পুরো উড়োজাহাজ। বিমানবন্দরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, আর আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার ওপর দাঁড়িয়ে রয়েছেন।
ইঞ্জিন বিভ্রাট থেকেই বিপত্তি
জানা গেছে, মাঝ আকাশে থাকতেই উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। উড্ডয়নের সময় হালকা ঝাঁকুনি অনুভব করেন পাইলট, যার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অবতরণের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়।
তদন্ত শুরু করেছে এফএএ
এই দুর্ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (Federal Aviation Administration) (এফএএ)। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস (Colorado Springs) থেকে আসা একটি বোয়িং ৭৩৭-৮০০ (Boeing 737-800) মডেলের উড়োজাহাজ।
সম্প্রতি একাধিক বিমান দুর্ঘটনা
বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া (Pennsylvania) অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া (Philadelphia) শহরে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়, যাতে ছয়জন নিহত হন।
গত বছরের ২৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর (Muan International Airport) এলাকায় জেজু এয়ারলাইন্স (Jeju Airlines) এর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়, যেখানে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন প্রাণ হারান। ওই উড়োজাহাজটিও বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ছিল, যা বোয়িং (Boeing) সংস্থার তৈরি।
এই ঘটনায় বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার এমন দুর্ঘটনা বিমান চলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।