বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

জাতীয় জাদুঘরে অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) -এর লেখা ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইন উপদেষ্টা ও লেখক আসিফ নজরুল (Asif Nazrul)।

জুলাই অভ্যুত্থানের নেতাদের প্রতি আহ্বান

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের তরুণ নেতাদের উদ্দেশে আসিফ নজরুল বলেন,

“আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, বাবা, অনেক কষ্ট ও অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন ও সুযোগ আমাদের সামনে হাজির করেছ।”

তিনি আরও বলেন,

“এমন সুযোগ একাত্তরের পর প্রথমবার এসেছে, যা হয়তো আবার ৫০ বছর পর আসতে পারে। তোমরা অনেক বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরও বড় দায়িত্ব এখনো বাকি। একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগ নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে, আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও।”

জুলাই: ট্র্যাজেডি, বিজয় ও সাহসের গল্প

আসিফ নজরুল উল্লেখ করেন, জুলাই শুধু একটি ট্র্যাজেডির গল্প নয়, এটি সাহস ও বিজয়েরও গল্প। তিনি বলেন,

“প্রত্যেকেরই একটি গল্প আছে—কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে, কেউ কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে। তাঁদের আত্মত্যাগ থেকে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটিকে এগিয়ে নিতে হবে। তাহলেই জুলাইয়ের আত্মদান ও জনগণের সামষ্টিক প্রত্যাশা সার্থক হবে। রাষ্ট্রব্যবস্থাকে সংস্কার করতে হবে।”

বইটির বিশেষত্ব ও সীমাবদ্ধতা

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আসিফ নজরুল বলেন,

“এই বইয়ের ভাষা অত্যন্ত স্বচ্ছন্দ ও প্রাঞ্জল। এতে গল্প, সাহসের বর্ণনা, কষ্টের চিত্র এবং আন্দোলনের সময়কার উদ্ভাবনী আইডিয়ার উল্লেখ রয়েছে। সম্মিলিত অভিজ্ঞতার একটি অভূতপূর্ব বর্ণনা পাওয়া যাবে এতে।”

তবে তিনি বইটির একটি সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন,

“বইটি অনেক সংক্ষেপে লেখা হয়েছে। কিছু ঘটনার কথা থাকলেও চরিত্রগুলোর উল্লেখ নেই।”

জুলাই অভ্যুত্থান ও মিথ্যাচারের প্রসঙ্গ

বর্তমান সময়ে জুলাই অভ্যুত্থান নিয়ে নানা অপপ্রচার চলছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন,

**”আমার জানামতে, এই বইয়ের একটি তথ্যও মিথ্যা নয়। কিন্তু আমাদের দেশে এখন অবিশ্বাস্য মিথ্যার চর্চা চলছে। জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে অবাধ ও জঘন্য মিথ্যাচার করা হচ্ছে। এটি মূলত জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *