সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “শেখ হাসিনা (Sheikh Hasina) মারা গেছেন দিল্লির একটি হাসপাতালে” শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের লোগো ও ডিজাইন ব্যবহার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
ভুয়া ফটোকার্ড ও তথ্য বিকৃতি
রিউমর স্ক্যানারের টিমের অনুসন্ধানে জানা যায়, ডেইলি ক্যাম্পাস কখনোই “মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে” শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে ডেইলি ক্যাম্পাসের একটি আসল ফটোকার্ড নকল করে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে ডেইলি ক্যাম্পাসের লোগো ও প্রকাশের তারিখ ১২ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে। তবে ডেইলি ক্যাম্পাসের ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে এই দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডেইলি ক্যাম্পাসের প্রতিক্রিয়া
১২ মার্চ ডেইলি ক্যাম্পাস তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তাদের নামে প্রচারিত ফটোকার্ডটি নকল ও বিভ্রান্তিকর।
সুতরাং, “শেখ হাসিনা (Sheikh Hasina) মারা গেছেন দিল্লির একটি হাসপাতালে” শিরোনামে ডেইলি ক্যাম্পাসের লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।