পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, অন্যান্য ধর্মের মানুষের প্রতি আগ্রাসী মনোভাব এবং ইসলামি খেলাফত প্রতিষ্ঠার অভিযোগ সংক্রান্ত যুক্তরাষ্ট্র (United States)ের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard)-এর মন্তব্যকে ‘গুরুতর’ বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন (Md. Toufiq Hossain)।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs)-এ অবস্থানরত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া
বাংলাদেশ (Bangladesh) সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় (Prime Minister’s Office) থেকে এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সেটির সাথে একমত।
তুলসী গ্যাবার্ডের বিতর্কিত মন্তব্য
ভারতের গণমাধ্যম এনডিটিভি (NDTV)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, ‘‘আমি বলতে পারি, বাংলাদেশের যেসব বিষয় আমাদের, অর্থাৎ যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে উদ্বেগের, তার মধ্যে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামি খেলাফত প্রতিষ্ঠার উদ্যোগ অন্যতম।’’ তিনি আরও বলেন, ‘‘ইসলামী সন্ত্রাসবাদীরা বিভিন্ন দেশে ইসলামি খেলাফতের আদর্শে শাসনক্ষমতা দখলের চেষ্টা চালায়। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’’
বাংলাদেশের সরকারের বিবৃতি
বাংলাদেশ সরকার এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ড-এর বক্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’’
এএনআই-তে তুলসীর পুনরাবৃত্তি
আরও এক সাক্ষাৎকারে ভারতীয় বার্তা সংস্থা এএনআই (ANI)-কে তুলসী গ্যাবার্ড বলেন, ইসলামি সন্ত্রাসবাদের হুমকি বাংলাদেশকেও প্রভাবিত করছে। তবে বাংলাদেশের পরিস্থিতি উপস্থাপনের ক্ষেত্রে তার বক্তব্যকে বাংলাদেশ সরকার অতিরঞ্জিত ও অনৈতিক বলে আখ্যায়িত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টারের অবস্থান
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার ব্রুস (Bruce) জানান, বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্তের প্রকৃত স্বরূপ নিয়ে তিনি তার অবস্থান জানিয়েছেন। তবে কূটনৈতিক আলোচনার স্বার্থে তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।