টহলরত পুলিশকেই তুলে নিয়ে গেল ডাকাত দল , অতঃপর..

সুনামগঞ্জের দিরাই উপজেলা (Dirai-Upazila) থেকে টহলরত এক পুলিশ সদস্যকে ট্রাকে করে অপহরণ করেছে একটি ডাকাত দল। পরে ধাওয়া দিয়ে শান্তিগঞ্জ (Shantiganj) থেকে ওই ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাই উপজেলার শরীফপুর এলাকার একটি চেকপোস্টে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে দ্রুত গতিতে একটি ট্রাক সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা ট্রাকটি তল্লাশি করতে গেলে ডাকাত দলের সদস্যরা এক পুলিশ সদস্যকে ট্রাকে তুলে নিয়ে অপহরণ করে।

ঘটনাটি নজরে আসার পর অন্যান্য পুলিশ সদস্যরা ট্রাকটির পিছু নেন। ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (Shantiganj-Upazila-Health-Complex) এর সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়, যা পুকুরে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডাকাতদের গ্রেপ্তার ও উদ্ধার অভিযান

পরে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে ডাকাতদের আটক করেন এবং গণধোলাই দেন। এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতাল (Sunamganj-Sadar-Hospital) এ ভর্তি করা হয়। অপহৃত পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানা (Shantiganj-Thana) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী (Akram-Ali) জানান, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Show Comments