জাল নথি ব্যবহার করে পাসপোর্ট: ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন

ভারতে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগে অভিযুক্ত এবং বর্তমানে পলাতক থাকা ৬৯ জন বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

অভিবাসন দফতরে আবেদন

কলকাতা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৬৯ জন বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির জন্য অভিবাসন দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। পুলিশের অনুমান, এই ব্যক্তিরা সকলেই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে অবস্থান করছেন। লুক আউট নোটিশ জারি হলে তারা বিশ্বের যেকোনো দেশেই থাকুন না কেন, অন্য কোনও দেশে যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এমনকি ওই দেশ ছাড়ার চেষ্টা করলেও সেই তথ্য সরাসরি কলকাতা পুলিশের কাছে পৌঁছে যাবে।

তদন্তের অগ্রগতি ও গ্রেফতার

গত বছর ভবানীপুর থানা (Bhowanipore Police Station)-তে অভিযোগ দায়েরের মাধ্যমে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে পুলিশ এক অবসরপ্রাপ্ত গোয়েন্দা আধিকারিক, এক বাংলাদেশিসহ মোট ১০ জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, একটি সংগঠিত চক্র দীর্ঘদিন ধরে জাল নথির মাধ্যমে ভারতের পাসপোর্ট বানানোর কাজ চালিয়ে আসছিল।

১২১টি পাসপোর্ট আবেদনের তথ্য

তদন্তের সময় জানা যায়, মোট ১২১টি জাল পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস (Kolkata Regional Passport Office)-এ। এর মধ্যে ৭৩টি পাসপোর্ট ইতোমধ্যেই ডেলিভারি হয়ে গেছে। পুলিশের অনুমান, এই পাসপোর্ট ব্যবহার করে অন্তত ২০ জন বিদেশে পাড়ি জমিয়েছেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *