প্রেমের ফাঁদে অপহরণ, মুক্তিপণের ২৫ লাখ দিয়েও মিলনকে জীবিত পেল না পরিবার

ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে পড়ে অপহরণ, মুক্তিপণ দিয়েও লাশ পেল পরিবার

ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন (Milon Hossain) নামের এক কলেজছাত্রকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। অপহরণকারীরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিবার সেই অর্থ বুঝিয়ে দিলেও জীবিত অবস্থায় ছেলেকে ফিরে পায়নি পরিবার। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ (Thakurgaon District Police)।


কীভাবে অপহরণের শিকার হলেন মিলন?

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর পলিটেকনিক কলেজ (Dinajpur Polytechnic College)-এর ছাত্র মিলন হোসেন (Milon Hossain) অনলাইনে এক তরুণীর সঙ্গে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন। এরপর রাত ১টার দিকে পরিবারের কাছে ফোন করে অপহরণের বিষয়টি জানায় চক্রটি।


মুক্তিপণের অঙ্ক বাড়াতে বাড়াতে ২৫ লাখ টাকা দাবি

প্রথমে ৩ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে চক্রটি ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মিলনের বাবা পানজাব আলী (Panjab Ali) গত ৯ মার্চ রাতে চক্রের হাতে পুরো অর্থ বুঝিয়ে দেন। কিন্তু ছেলেকে আর জীবিত ফিরে পাননি তিনি।


গ্রেপ্তার দুই অপহরণকারী, মিলনের মরদেহ উদ্ধার

পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করে। তাদের একজন মো. সেজান আলী (Md. Sezan Ali), যিনি সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মতিয়র রহমান (Motior Rahman)-এর ছেলে। অপরজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিলনকে হত্যা করেছে। সেজান আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (Thakurgaon District Police Superintendent Sheikh Zahidul Islam)।


নিহত কলেজছাত্রের পরিচয়

মিলন হোসেন ঠাকুরগাঁও (Thakurgaon) জেলার পীরগঞ্জ উপজেলার খনগাওয়ের চাপাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা পানজাব আলী (Panjab Ali)। তিনি দিনাজপুর পলিটেকনিক কলেজ (Dinajpur Polytechnic College)-এর ছাত্র ছিলেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *