ধানমন্ডি ৩২-এ ভাঙা সেই ভবনের সামনে ছবি তুলে নিজের অনুভূতি প্রকাশ ন্যান্সির

গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি (Dhanmondi) ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমান](https://tazakhobor.com/tag/বঙ্গবন্ধু-শেখ-মুজিবুর-রহমান) (Sheikh Mujibur Rahman) এর ঐতিহাসিক বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, এরপর এক্সকাভেটর দিয়ে ভাঙা হয় বাড়িটি। যার ফলে বাড়িটি বর্তমানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যান্সির ছবি ও বার্তা

ভাঙচুরের এক মাস পর সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি (Nazmun Munira Nancy) ধানমন্ডি ৩২-এর সেই বাড়ির সামনে গিয়ে একটি ছবি তোলেন। বুধবার দিবাগত রাতে তিনি নিজের ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে ন্যান্সি লিখেন—
“প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।”

পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি লেখেন—
“আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।”

শেখ হাসিনামুক্ত বাংলাদেশে ঈদের অনুভূতি

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ন্যান্সি জানান, এবারের ঈদ তার জন্য বিশেষ আনন্দের। তিনি বলেন,
“কারণ শেখ হাসিনা (Sheikh Hasina) মুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।”

এর আগে একাধিকবার আওয়ামী লীগ (Awami League) সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে গিয়েও নিজের অবস্থান এবং অনুভূতি স্পষ্ট করেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *