আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া কোনো নির্বাচন নয়: বিএনপি নেতা হাবিব

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি (BNP) চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব (Habibur Rahman Habib)। তিনি বলেন, নির্বাচন করতে হলে আওয়ামী লীগসহ মিত্র দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ৩৬ দিন ধরে চলা গণঅবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে এই বক্তব্য দেন তিনি।

হাবিব বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, সন্ত্রাসী সংগঠন। ইতালিতে ফ্যাসিস্টদের ও জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছিল, তেমনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন শাওনের (Shahadat Hossain Shawon) বাবা বাছির আলম (Bashir Alam)। তিনি বলেন, “আগামী নির্বাচনের আগেই শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে শহীদ পরিবার ও ছাত্র সমাজ বাধা দেবে।”

গণঅবস্থান কর্মসূচির অন্যতম সংগঠক বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান (Fazlur Rahman) জানান, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রতিদিন সন্ধ্যায় প্রোজেক্টরের মাধ্যমে জুলাই গণহত্যার ভিডিও দেখানো হয়েছে, ফ্যাসিস্ট মন্ত্রী-এমপিদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চলবে এবং এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান (Anisur Rahman), সাংগঠনিক প্রধান শফিউর রহমান (Shafiur Rahman), বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ (Abdul Wahed) প্রমুখ।

1 thought on “আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া কোনো নির্বাচন নয়: বিএনপি নেতা হাবিব”

  1. If BNP stays on board to ban Awami League , surely they will form next government , on the contrary they will follow Awsmi League. Also would be prudent to onboard with students snd reform

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *