বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন (Ishraq Hossain) জানিয়েছেন, অযৌক্তিক কোনো কারণে যদি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না।
শ্যামপুরে বিএনপির কর্মশালায় বক্তব্য
বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামপুর (Shyampur) এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি (Dhaka Metropolitan South BNP) আয়োজিত ৩১ দফা কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি
কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একজন উপদেষ্টার নেতৃত্বে প্রশাসক নিয়োগের গুঞ্জন শোনা যাচ্ছে। যদি এ অভিযোগ সত্য হয়, তবে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। জনগণ এসব প্রশাসককে এক দিনের জন্যও দপ্তরে বসতে দেবে না।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) যেভাবে মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন, জনগণ তা মেনে নেবে না। যদি প্রশাসক নিয়োগ করতেই হয়, তবে বিএনপি (BNP) সহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম (Rafiqul Alam)।
সূত্র: Facebook