বরিশালে নাহিদ ইসলামকে অবরুদ্ধ করার কারণ জানালেন বিক্ষুদ্ধকারীরা!

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) এর অভ্যন্তরীণ বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) কে অবরুদ্ধ করে রেখেছিলো বিক্ষুদ্ধকারীরা।

বরিশাল ক্লাব মিলনায়তনে উত্তপ্ত পরিস্থিতি

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব (Barishal Club) মিলনায়তনে এই উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের দাবি কী ছিল?

নাহিদ ইসলামকে অবরুদ্ধ করার কারণ জানিয়ে এক বিক্ষোভকারী বলেন,

“আন্দোলন শেষ হয়েছে প্রায় সাত মাস হলেও এখন পর্যন্ত বরিশালে কোনো নেতৃবৃন্দ সাধারণ ছাত্র জনতার সাথে বসে ৫ মিনিট কথা বলেননি। তাদের সব আলোচনা হয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে, এবং তাও শুধু আহ্বায়কদের সাথে। অথচ বরিশাল মহানগর কমিটির সাধারণ সদস্যদের সাথে কোনো আলাপ হয়নি। আমরা মাত্র ৫ মিনিট সময় চেয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু আহ্বায়ক ও সদস্য সচিবরা আমাদের সেই সুযোগ দেননি।”

এই ঘটনার ফলে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *