বিএনপি (BNP)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, ‘দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে, তারা আমার কথা বুঝবে না। আমি বলেছি, এই সরকার যে সংস্কার লিখে দেবে, আমরা সেগুলো কারেকশন করবো। রাজনৈতিক দলগুলো মিলে ঐকমত্যে আসব, তারপরেই আমরা সেটাকে মানবো। এটাকে বিকৃত করে ওরা লিখেছে আমি নাকি কিছুই মানি না।’
প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য
রবিবার বিকালে পুরানা পল্টন (Purana Paltan)’র তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (Bangladesh Photo Journalists Association) মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণ, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
‘সত্য কথা বলতে পারবো না, তা হতে পারে না’
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারবো না? এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন, তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পঁচে-পঁচে, নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে, সেই অধিকারটা অর্জন করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশে বার্তা
সত্য প্রকাশ করাই সাংবাদিকদের দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায়; সেসব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান।’
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সভাপতি এ কে এম মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন—
– বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মো. দেলোয়ার হোসাইন।
– আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
– অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম রফিকুর রহমান।