চীন (China)–এর হাইনান (Hainan) প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ)-এর বার্ষিক সম্মেলনে অংশ নিতে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।
বৈঠক ও সাক্ষাৎ:
আজ, ২৭ মার্চ সকালে বিএফএ’র সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউস (Boao State Guesthouse)–এ চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াং (Ding Xuexiang)–এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
এছাড়া, চীন এক্সিম ব্যাংক (China Exim Bank)–এর চেয়ারম্যান চেন হুয়াইউ (Chen Huaiyu)–ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্মেলনে অংশগ্রহণ ও পরবর্তী বৈঠক:
আজকের সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন ড. ইউনূস। এরপর বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (International Convention Center)–এ অনুষ্ঠিত অধিবেশনে অংশ নেবেন তিনি।
দুপুর ২টায়, খাদ্য ও কৃষি সংস্থা (FAO) (Food and Agriculture Organization)–র মহাপরিচালক কু দোংইউ (Qu Dongyu)–র সঙ্গে তাঁর সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
অন্যান্য বৈঠক:
ড. ইউনূস আজ আরও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে জাতিসংঘের (United Nations)–এর সাবেক মহাসচিব বান কি মুন (Ban Ki-moon)–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী (Deputy Prime Minister of Russia)–র সঙ্গে সাক্ষাৎ।