গাজা-রাফার জনগণের প্রতি সংহতি জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করলো সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন

গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবতাবিরোধী বর্বরতার প্রতিবাদে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন (Sobar Age Bangladesh Foundation)’ ঘোষিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংগঠনটি পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা স্থগিতের ঘোষণা দেয়।

কনসার্ট স্থগিতের পেছনের কারণ

গাজা ও রাফায় নিরপরাধ মানুষজনের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গাজার বর্তমান পরিস্থিতিকে তারা ‘মৃত্যু উপত্যকা’ হিসেবে আখ্যায়িত করে বলেছে— ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলার পরিকল্পনায় মানবতাবিরোধী হত্যাযজ্ঞ চালাচ্ছে।

পূর্ব নির্ধারিত কনসার্ট আয়োজন

মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ ২০২৫) উদযাপন উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ রাজধানী ঢাকা (Dhaka), চট্টগ্রাম (Chattogram), খুলনা (Khulna) ও বগুড়া (Bogra)-তে একযোগে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের পরিকল্পনা করেছিল। মূল ভেন্যু নির্ধারিত ছিল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ।

প্রথমে ১১ এপ্রিল শুক্রবারের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার অনুষ্ঠানের সিদ্ধান্ত হলেও, শেষ পর্যন্ত তা সাময়িক স্থগিত করা হয়। অবশ্য কনসার্টের তারিখ পরিবর্তন করে ১২ তারিখে ঘোষণার পরপরই “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের” পক্ষ থেকে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক সমাবেশ ও গণজমায়েতের আয়োজনের ঘোষণা করা হয়। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে বলে ঘোষণা করেন মাওলানা মিজানুর রহমান আজহারি। মূলত এই কর্মসূচি ঘোষণার পরপরই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিতের আলোচনা শুরু হয়।

নেতাদের বিবৃতি ও আহ্বান

সংগঠনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক যৌথ বিবৃতিতে বলেন, “ইসরায়েলি বর্বরতা ভাষায় প্রকাশের অতীত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততা আরও বেশি অমানবিক।”

তারা বিশ্বব্যাপী ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানান এবং দেশের জনগণকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *