সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতাল (Dhaka Shishu Hospital) এর সাবেক পরিচালক আবদুল আজিজ (Abdul Aziz) হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরেই ছাত্র-জনতার বিক্ষোভ ও মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের বড় পুল এলাকায় এই ঘটনা ঘটে।
ফেসবুক লাইভে ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) এর সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান এক ফেসবুক লাইভে জানান, আবদুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলানো হবে। মাত্র ২৬ সেকেন্ডের ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ঘটনার ভিডিও প্রকাশ
ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার ধরে জোর করে তাকে একটি গাড়িতে তোলার চেষ্টা করছেন। তারা তাকে আওয়ামী লীগের দোসর বলে চিৎকার করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
প্রত্যক্ষদর্শীদের মতে, সাবেক এমপি জামিনে মুক্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ জেলা কারাগার (Sirajganj District Jail) এর সামনে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আবদুল আজিজকে ঘিরে ধরে, টানাহেঁচড়া ও মারধর করেন।
পুলিশি নিরাপত্তায় থানায়
সিরাজগঞ্জ সদর থানা (Sirajganj Sadar Thana) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “জামিনে মুক্তি পাওয়ার পর আবদুল আজিজকে ঘিরে ধরেন ছাত্রজনতা। বর্তমানে তিনি আমাদের হেফাজতে থানায় আছেন।”
উল্লেখ্য আব্দুল আজিজ এমবিবিএস পাস করে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও শিশুরোগ চিকিৎসক হিসেবে যোগ দেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।