ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমান (Tarique Rahman) ফিরছেন ময়মনসিংহে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার নির্বাচনী প্রচার সফরে ময়মনসিংহ, গাজীপুর এবং রাজধানীর উত্তরায় তিনটি গুরুত্বপূর্ণ জনসভায় ভাষণ দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এটি তার ময়মনসিংহ সফরের মূল কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।
সেখান থেকে ফেরার পথে তিনি সন্ধ্যা ৬টায় গাজীপুর (Gazipur) শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বি’\এন’\পি আয়োজিত আরেকটি জনসভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা (Uttara) এলাকার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, সব কর্মসূচি শেষে রাতেই তিনি গুলশানের বাসভবনে ফিরে যাবেন।
এদিকে, আজ সকালেই তারেক রহমান গাড়ি বহর নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। গুলশানের বাসা থেকে তিনি যাত্রা শুরু করেন সকাল ১১টা ৪ মিনিটে।
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ, নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া এবং মাঠের নেতাকর্মীদের উজ্জীবিত করাই তার এ সফরের মূল উদ্দেশ্য বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ ২২ বছর পর তার এ সফর ময়মনসিংহ অঞ্চলে বি’\এন’\পি-র নির্বাচনী কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলেই দলটির নেতাকর্মীদের প্রত্যাশা।


