নাসীরুদ্দিনের ‘ডিম’ কান্ডে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দল

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আজ দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে এদিন বেলা ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে যান। নাসীরুদ্দিন ফেসবুকের এক পোষ্টে দাবী করেন, সেখানে ছাত্রদল পরিচয়ে ধানের শীষ স্লোগান দিয়ে তার ওপর হামলা করা হয় ।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা ঢাকা – ০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়।

তিনি লেখেন, এ সময় ডিম, পচা পানি, ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। তার প্রতিবাদ মিছিল চলছে।

যদিও প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে সাধারন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে নাসিরুদ্দিনকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং ডিম নিক্ষেপ করেন। নাসীরুদ্দিন যদিও দাবী করেছেন ছাত্রদল এমনটি করেছে, কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কোন জায়গায় ধানের শীষের স্লোগান দিতে দেখা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *