গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে ভাঙচুর – লুটপাট: সরকারের ব্যর্থতার অভিযোগ বিএনপির

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে বাটা (Bata), কেএফসি (KFC) সহ বেশ কিছু দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সালাহ উদ্দিন আহমেদ (Salah Uddin Ahmed)।

তিনি বলেন, এসব ঘটনার পেছনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে।

ঢাকায় ছাত্রদলের বিক্ষোভে বক্তব্য

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশটি আয়োজন করে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল (Chhatra Dal)

সালাহ উদ্দিন বলেন, “গতকাল দেশে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। আমরা এর নিন্দা জানাই। তবে এখানেই সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট। সময়মতো সতর্ক ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের ঘটনা ঘটতো না এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো না।”

ইসরায়েল ইস্যুতে আওয়ামী লীগকে দায়

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (Awami League) সরকার ইসরায়েলকে পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল। তার ভাষায়, “বাংলাদেশের পাসপোর্টে আগে ‘ইসরায়েল ছাড়া সব দেশে গমনযোগ্য’ বলে উল্লেখ ছিল। আওয়ামী লীগ সরকার সেই ‘ইসরায়েল’ শব্দটি মুছে দিয়েছিল। এর অর্থ তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে।”

তবে তিনি প্রশ্ন তোলেন, “তারা কি তাহলে সারা বিশ্বের মুসলমানদের পক্ষের দাবিদার? শুধু কৌশলী কান্না তো যথেষ্ট নয়।”

মুসলিম বিশ্বের প্রতি আহ্বান

বক্তব্যের শেষ দিকে সালাহ উদ্দিন আহমেদ বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সারা পৃথিবীতে মুসলমানদের উপর যেসব নির্যাতন চলছে, তা বন্ধে আপনারা আরও সোচ্চার হোন। যারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের বিরুদ্ধেও যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।”

তিনি অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *